অতল জলের আহ্বানে ভারত এবার সমুদ্র নিয়ে গবেষণায় পা রাখতে চলেছে।
চন্দ্র বিজয় এবার লক্ষ্য সমুদ্র বিজয়। অতল জলের আহ্বানে ভারত এবার সমুদ্র নিয়ে গবেষণায় পা রাখতে চলেছে।
ইতিমধ্যেই ২০২৬ সালে ভারতের ‘সমুদ্রযান মিশন’-এর ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি।
এই যানে চেপে প্রথমবার এ দেশের মানুষ মহাসাগরের তলদেশ ঘুরে দেখার সুযোগ পাবেন। ইতিমধ্যেই ভারতীয় সেই সাবমেরিনের ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হয়েছে।
জানা গিয়েছে, মহাসাগরের ৬ হাজার মিটার নীচে পাড়ি দেবে ভারতের সাবমেরিন। তিনজন যাত্রী নিয়ে পাড়ি দেবে এই ডুবযান।
যার ট্রায়াল রান শুরু হবে ২০২৪ সালের প্রথম কোয়ার্টারেই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির ডিরেক্টর ড. জিএ রামদাস জানান যে প্রাথমিকভাবে ট্রায়ালের প্রথম পর্বে ৫০০ মিটার নীচ পর্যন্ত নামানো হবে ডুবযানটিকে।
ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ এই ট্রায়াল শুরু হবে। ২০২৫ সালের শেষদিকে ৬ হাজার মিটার পর্যন্ত ট্রায়াল শুরু হবে। অতল সমুদ্রে লুকিয়ে থাকা একাধিক প্রশ্নের উত্তর খুঁজবে ভারতের 'সমুদ্রযান প্রকল্প'। এটি সাধারণ সময়ে ১২ ঘণ্টা জলের তলায় থাকতে পারবে এবং মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ৯৬ ঘণ্টা যাতে জলের নীচে থাকতে পারবে।
0 মন্তব্যসমূহ