দুর্গাপুজো শুধুমাত্র কোন ধর্মীয় উৎসব নয়।
দুর্গাপুজো শুধুমাত্র কোন ধর্মীয় উৎসব নয়। এটা এক সর্বজনীন উৎসব। যেখানে শিল্পকলা, সংস্কৃতি, সচেতনতামূলক বার্তা, পুরান কিংবা আরো অন্য কিছু - সবকিছুই তুলে ধরা হয়। যার জন্য ইউনেস্কো রাজ্যের এই পুজোকে স্বীকৃতি দিয়েছে।
দুর্গা পুজোকে ঘিরে যে অঘোষিত প্রতিযোগিতা চলে সেখানে প্রতিটি পুজো উদ্যোক্তায় চান অন্যকে টেক্কা দিতে। সে বিষয়ে ভাবনা হোক আলোক সজ্জা, কিংবা মন্ডপ সজ্জা হোক অথবা প্রতিমায় অভিনবত্ব।
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই মণ্ডপে মন্ডপে মৃন্ময়ী প্রতিমায় চিন্ময়ীর আরাধনা শুরু হবে।
কলকাতার কেআইটি আবাসনে উল্টোডাঙ্গা সংগ্রামী সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের ৬১তম বর্ষের ভাবনা - মহালীলায় মহামায়া।
কালা চাঁদ পাঁজার ভাবনায় পুরাণের দেবী কাত্যায়নীর আরাধনাকে তুলে ধরা হচ্ছে। আগামী ১৭ অক্টোবর এই পুজো কমিটির এবারের দুর্গা পুজোর শুভ উদ্বোধন।
0 মন্তব্যসমূহ