পুরুলিয়ার কুমারী নদীর বুক জুড়ে এখন কাশের সমারোহ।
নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন –
“অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া--. দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া…” শরতের কাশের বনে হাওয়ার ঢেউ খেলে যাওয়া সেই সুরেরই অনুররণ।
পুরুলিয়ার কুমারী নদীর বুক জুড়ে এখন কাশের সমারোহ। শরতের শুরুতেই সেজে উঠেছে প্রকৃতি। “ঘরে বিথরে বালুচরে / সাদা মেঘের শতদল উড়ছে / অপরূপা নীলাস্বরে / ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন / নদীর তীর কত যে নিবিড় / মন হয় উচাটন।”
0 মন্তব্যসমূহ