Hot Posts

8/recent/ticker-posts

আইটিআই কোর্সের পরেই , মাধ্যমে চাকরি।

 রাজ্যে আইটিআই গুলিতে Campus recruitment মাধ্যমে ছাত্রছাত্রীর শিল্পক্ষেত্রে কর্মলাভের বিশাল সুযোগ আসতে  চলেছে। 

আইটিআই কোর্সের পরেই ক্যাম্পাসিং –এর মাধ্যমে চাকরি। এর ফলে আইটিআই কোর্সের প্রতি আগ্রহ বাড়ছে ছাত্রছাত্রীদের। 

রাজ্যে আইটিআই গুলিতে Campus recruitment মাধ্যমে ছাত্রছাত্রীর শিল্পক্ষেত্রে কর্মলাভের বিশাল সুযোগ আসতে  চলেছে। 

গত ২৩শে আগস্ট একটি ক্যাম্পাস ড্রাইভ অনুষ্ঠিত হয় পূর্বস্থলী-২ গভঃ আইটিআই-তে। এদিন মোট পাঁচটি কোম্পানি এবং তিনশো ছাত্রছাত্রী এই Campus recruitment প্রক্রিয়ায় অংশ নেন। এর মধ্য থেকে ১৩৩জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়। 

এছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির সাথে  MoU চুক্তিও সাক্ষরিত হয়। স্বভাবতই বহু ছাত্রছাত্রী এখন ITI Course এ ভর্তি হবার জন্য  উদগ্রীব।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ