বয়স কোন বাধা নয়। ব্যাথাও নয়। বরং বয়সের সংখ্যাকে ছুঁড়ে ফেলে জীবনের সেকেন্ড ইনিংসে সাফল্য আসেই।
বয়স কোন বাধা নয়। ব্যাথাও নয়। বরং বয়সের সংখ্যাকে ছুঁড়ে ফেলে জীবনের সেকেন্ড ইনিংসে সাফল্য আসেই।
সম্প্রতি প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়ন্স-২০২৩ অনুষ্ঠিত হল শ্রীলঙ্কার দিয়াগামা স্টেডিয়ামে।
সেখানে অংশ গ্রহণ করেছিলেন বাংলার প্রায় ৫৫ জন প্রতিযোগী। যাদের মধ্যে কারোর বয়স প্রায় ৭৫ , ৭০ আবার কারোর ৬৫। এই ৫৫জনের মধ্যে উত্তর ২৪পরগণা জেলার বনগাঁ মহকুমা মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন থেকে প্রায় ১০জন প্রতিযোগী ছিলেন।
যার মধ্যে ৮জন বিভিন্ন বিভাগে পদক (সোনা, রূপো এবং ব্রোঞ্জ) জয় করেন। বয়সে প্রবীণ হলেও খেলার মাঠে তরুণ প্রত্যেকেই। এদিন সকালে বনগাঁ স্টেশনে আরণ্যক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।। এই জয়ের ফলে বনগাঁ জুড়ে খুশির আমেজ ছড়িয়ে গেছে সকলের মধ্যে ।
0 মন্তব্যসমূহ