যারা আমাদের জীবনের পরম বন্ধু। রাখী বন্ধনে তাই সেই পরম বন্ধুকেই কৃতজ্ঞতা জানিয়ে মমতায় বাঁধলেন
বন্ধন পরিবেশের সঙ্গে। বন্ধন প্রকৃতির সঙ্গে। যারা আমাদের জীবনের পরম বন্ধু। রাখী বন্ধনে তাই সেই পরম বন্ধুকেই কৃতজ্ঞতা জানিয়ে মমতায় বাঁধলেন তাদের।
গাছেদের পূজা, গাছেদের গায়ে রাখী পড়ানো, ফলের গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় গাছ পরিচর্যার গুরুত্ব বিষয়ক আলোচনা
চক্র অনুষ্ঠিত হল ঝাড়বাগ্দা পাহাড়ের পাদদেশে।
রঘুনাথ মাহান্তী - সাইজি ম্যেকিনো জঙ্গল রক্ষা কমিটির উদ্যোগে এবং টেগোর সোসাইটি ফর রুরাল ভেভল্যাপমেন্টের ব্যবস্থাপনায় ঝাড়বাগ্দা পাহাড়ের নীচে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রঘুনাথ মাহান্তী - সাইজি ম্যেকিনো জঙ্গল রক্ষা কমিটির উদ্যোগে এবং টেগোর সোসাইটি ফর রুরাল ভেভল্যাপমেন্টের ব্যবস্থাপনায় ঝাড়বাগ্দা পাহাড়ের পাদদেশে.... গাছেদের পূজা, গাছেদের গায়ে রাখী পরানো, প্রতীকি ভাবে ফলের গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় গাছ পরিচর্যার গুরুত্ব বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হল।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত, সড়ক নির্মাণ ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্জ্বলন, স্থানীয় মেয়েদের উদ্বোধনী সংগীত, জাপানী সাহেবদের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা ও অতিথিদের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে তৈরি করা পাটের রাখী এবং বীজ কলম দিয়ে বরণ করে পরিবেশ বান্ধব বার্তা প্রদান করা হয়।




0 মন্তব্যসমূহ