দুর্বল কে উৎপীড়ন করে সবলের আনন্দ।
র্যাগিং শব্দটি শুনলেই যেন কেঁপে উঠতে হয় তবুও আড়ালে আবডালে এই অভ্যেস চলছেই। আসলে এ একপ্রকার ক্ষমতা জাহিরের আস্ফালন।
দুর্বল কে উৎপীড়ন করে সবলের আনন্দ। এই অভ্যাসই ছাপ ফেলছে শিক্ষাঙ্গনের ভিতরে। একাধিক পড়ুয়ার মজা পাওয়ার চোটেই বিধ্বস্ত হয়ে পড়ছে এক বা একাধিক পড়ুয়ার জীবন।
কখনও ঘটছে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও। শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে র্যাগিংয়ের অভ্যাস চারিয়ে যাওয়া নিয়ে বরাবরই আশঙ্কা প্রকাশ করেছেন চিন্তাশীল মানুষেরা।
র্যাগিং আটকাতে বারবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। আর সেই লক্ষ্যেই এদিন করিমপুর-১ গভঃ আইটিআই এর পক্ষ থেকে একটি অ্যান্টি র্যাগিং সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল।
সেখানে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয় এবং র্যাগিং এর ভয়াবহতা বা ক্ষতিকর প্রভাব সম্পর্কে নানা ধারনা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন করিমপুর -১গভঃ আইটিআই এর দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, করিমপুর থানার IC মহঃ সিকান্দার আলম সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ও বিভিন্ন NGO সদস্য এবং অভিভাবক বৃন্দ।
0 মন্তব্যসমূহ