Hot Posts

8/recent/ticker-posts

বোলপুর সংলগ্ন মির্জাপুরে জল পরীক্ষাগারে গিয়ে জল বিশুদ্ধকরণ |

 বাড়ি বাড়ি এই পরিশ্রুত জল পৌঁছে দিতে বিশেষ প্রক্রিয়া



কল খুললেই পরিশ্রুত জল। বাড়ি বাড়ি এই পরিশ্রুত জল পৌঁছে দিতে বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এদিন 

কবিগুরু নার্সিং ইনস্টিটিউট-এর প্রথম বর্ষের ছাত্রীরা তাদের শিক্ষিকাদের তত্ত্বাবধানে বোলপুর সংলগ্ন মির্জাপুরে জল পরীক্ষাগারে গিয়ে জল বিশুদ্ধকরণ সমন্ধে বিস্তারিত জ্ঞান অর্জন

 করে। ছাত্রীরা জলের পরীক্ষাগারে গিয়ে ধাপে ধাপে জল বিশুদ্ধকরণ পদ্ধতি সমন্ধে জানে। 

এই পদ্ধতির অংশ হিসাবে একটি বড়ো ট্যাংকে জল মজুত করে রাখা হয় যাতে জলে থাকা সমস্ত অনু ও বর্জ্য পদার্থ থিতিয়ে নিচে পড়ে এর পর জল ফুটিয়ে বা জীবাণুনাশক ব্যাবহার করে জল বিশুদ্ধ করা হয়। ঐ বিশুদ্ধ জল বোতলে ভরে পানীয় হিসেবে ব্যাবহার করা হয়। 

এখানে শিক্ষিকারা ছাত্রীদের ক্লাস নেন ও জল বিশুদ্ধকরণ এর প্রয়োজনীয়তা ও আমাদের স্বাস্থ্য-এর পক্ষে তা কতটা গুরুত্বপূর্ণ সে সম্বন্ধে বিস্তারিত জানান। পাশাপাশি ঘরোয়া উপায়ে কিভাবে জল বিশুদ্ধিকরণ করা হয় সে সবকিছুই পড়ানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ