Hot Posts

8/recent/ticker-posts

পড়ুয়াদের বই মুখী করতে অভিনব উদ্যোগ

 বই মানুষের সেরা বন্ধু। অথচ বর্তমান প্রজন্ম সেই বই বিমুখ হয়ে পড়ছে।


বই মানুষের সেরা বন্ধু। অথচ বর্তমান প্রজন্ম সেই বই বিমুখ হয়ে পড়ছে। 

পড়ুয়াদের বই মুখী করতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার টাকি ভবনাথ উচ্চ বিদ্যালয়। 

তাদের উদ্যোগেই স্কুলে “বিদ্যালয় বইমেলা”-র আয়োজন করা হয়েছিল। হাতের কাছে নতুন বই পেয়ে ঝাঁপিয়ে পড়ে হাতে তুলে নিল বই। 

পাঠ্য পুস্তকের বাইরেও বইকে বন্ধু করার সুযোগ পেয়ে মুখে হাসি পড়ুয়াদের। কতৃপক্ষ খুশি বই নিয়ে আগ্রহ ফেরাবার উদ্যোগ নিয়ে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ