Hot Posts

8/recent/ticker-posts

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতনতা করার কর্মসূচী

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী - ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের


ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতনতা করার কর্মসূচী গ্রহণ করলো দোগাছিয়া পঞ্চায়েত। 
সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী - ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের ভি-আরদের উদ্যোগে পতঙ্গ বাহিত রোগ ডেঙ্গু কি কারণে হয় এবং কি ভাবে প্রতিরোধ করা সম্ভব এই বিষয়ে জনসচেতনতা কর্মসূচী পালন করা হয়।

 এদিন সকলের মধ্যে লিফলেট বিতরণ মাধ্যমে জনসচেতনতা করার প্রয়াস এবং সেই সাথে দোগাছিয়া পঞ্চায়েতের সর্বএ মাইকিং প্রচার মাধ্যমে জনসচেতনতার প্রচার করা হয়। 



এদিন উপস্থিত ছিলেন দোগাছিয়া পঞ্চায়েতের প্রধান অপর্ণা চ্যাটার্জি, উপপ্রধান সবিতা ঘোষ, জনস্বাস্থ্য সঞ্চালক শৈলেন ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবী সুজিত ঘোষ, তন্ময় ঘোষ সহ অনান্য বিশিষ্টজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ