Hot Posts

8/recent/ticker-posts

কুমারগঞ্জ গ্রামের মোঃ মতিয়ার রহমানের উদ্যান কৃষি খামার এমনই উদাহরণ তৈরি করেছেন।

 কৃষি নির্ভরশীল ভারতের অর্থনীতি কৃষির উপর ভিত্তি করেই গড়ে উঠে।

কৃষি নির্ভরশীল ভারতের অর্থনীতি কৃষির উপর ভিত্তি করেই গড়ে উঠে। উদ্যান কৃষির মুল বৈশিষ্ট্য হল - এই কৃষিতে প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকেরা মুল আবাদি জমির পাশে ধান, পাট, আলু, পটল ও অন্যান্য সবজী চাষাবাদ করার সাথে সাথে উদ্যান কৃষি খামার তৈরি করে থাকে।

তার আশেপাশে পুকুর কেটে দেশীয় প্রযুক্তিতে চারা পোনা মাছ চাষের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। কুচবিহার জেলার অন্তর্গত নাজিরহাট হারকুমারী হাইস্কুলের পাশে অবস্থিত

 কুমারগঞ্জ গ্রামের মোঃ মতিয়ার রহমানের উদ্যান কৃষি খামার এমনই উদাহরণ তৈরি করেছেন। 

এই উদ্যান কৃষি খামার তৈরি করে তিনি কৃষি ফসলে সাথে বিভিন্ন প্রজাতির গাছের বীজ সংগ্রহ করে দেশীয় প্রযুক্তিতে চারা গাছ উৎপাদন করে, সেগুলি কৃষি কাজের প্রান্তিক সময়ে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ