বর্তমানে পাট-কে এখন প্রথাগত ব্যবহারের করা হচ্ছে।
পাট জাত দ্রব্যের ব্যবহারের পাট যেন আমরা চুকিয়ে দিয়েছি। তবে বর্তমানে পাট-কে এখন প্রথাগত ব্যবহারের বাইরে নানা সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে। সেটা শিল্প সামগ্রী হোক বা কাপড়ের ডিজাইনে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলার কাজ করা হচ্ছে।
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ন্যাচরাল ফাইবার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (আই, সি, এ, আর)-র উদ্যোগে
এবং শিবপুরের সাথী ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় চল্লিশজন তপশিলি জাতি ও উপজাতি মহিলাকে পাট থেকে বিভিন্ন হস্তশিল্পের জিনিস তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে।
দশদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ সুজয় দাস, ডঃ অনির্বাণ গুপ্ত, কাঞ্চন রায়, ডাঃ কবিতা মাইতি, বিকাশ চক্রবর্তী, স্নেহা নন্দী সহ প্রশিক্ষক রাজু তালুকদার, রিঙ্কু অধিকারী প্রমূখ। স্বনির্ভর দলের মেয়েদের বিকল্প রোজগারের দিশা দেখাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র।
0 মন্তব্যসমূহ