সেই আঁকা বিভিন্ন অনলাইন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সকলের চোখে পড়ে সে। সকলেই উৎসাহ দেয় তাকে। সেই ভরসাতেই সে আঁকা শেখানো শুরু করে।
রুইপুরের বেহারা পড়ার সুদীপ্ত মন্ডল। ছোটবেলা থেকেই তার আঁকার প্রতি আগ্রহ ছিল। কোনো আর্ট স্কুলে নয় বাড়িতেই দাদুর কাছে আঁকার হাতে খড়ি। তারপর নিজের চেষ্টায় আঁকা শিখেছে ষে। এখন অন্যকে আঁকা শিখিয়ে, শাড়ির ডিজাইন করে সংসারের জন্য আয় করতে শুরু করেছে সে। সুদীপ্ত মন্ডলের বাবা সুজন বাবু তাকে সবসময়ই আঁকা চালিয়ে যাবার উৎসাহ দিয়ে আসেন।
সেই আঁকা বিভিন্ন অনলাইন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সকলের চোখে পড়ে সে। সকলেই উৎসাহ দেয় তাকে। সেই ভরসাতেই সে আঁকা শেখানো শুরু করে।
তার কাছে অনেকেই আঁকা শিখতে আসে। আর নিজের চেষ্টায় আঁকা শিখে এখন অন্যকে আঁকা শিখিয়ে আল্প বয়সেই সংসারের জন্য আয় করছে সুদীপ্ত।
0 মন্তব্যসমূহ