শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে তৈরি হওয়া এই এসএমসি ক্লিনিকে ১০টাকায় ডাক্তার দেখানোর সুযোগ ও ওষুধে ৬২.৫% পর্যন্ত ছাড়।
অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে বিশ্বাস আর আস্থার জায়গা হয়ে উঠেছে এসএমসি ক্লিনিক সিউড়ি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে তৈরি হওয়া এই এসএমসি ক্লিনিকে ১০টাকায় ডাক্তার দেখানোর সুযোগ ও ওষুধে ৬২.৫% পর্যন্ত ছাড়।
সোমবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বাজারদর থেকে অর্ধেকেরও কম খরচে ব্লাড টেস্টের ব্যবস্থা সহ চিকিৎসার জন্য নানা পরীক্ষায় বিশেষ ছাড় দেওয়ায় সিউড়ি শহরের ভট্টাচার্য পাড়ায় অবস্থিত এসএমসি ক্লিনিক এর এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে।
ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বিভিন্ন ল্যাবরেটরীতে ঘুরে এখানে ফিরে এসে সামান্য মূল্যে অত্যন্ত আনন্দের সঙ্গে পরিষেবা গ্রহণ করছে সিউড়ি শহর ও তার আশেপাশের মানুষজন। এত অল্প খরচে এই সুন্দর পরিষেবা পেয়ে অধিকাংশ মানুষই অবাক।
আসলে কোনরকম ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াই একমাত্র মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই ক্লিনিকের এগিয়ে চলা। পরিষেবা গ্রহণ করার জন্য 7479002861 এই নম্বরে যোগাযোগ করুন।
0 মন্তব্যসমূহ