Hot Posts

8/recent/ticker-posts

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ত্বতাবধানে শনিবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুষ্ঠিত |

 National CME cum Hands on Workshop on Basics of Wound Care শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রখ্যাত চিকিৎসকেরা অংশ নেন।

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ত্বতাবধানে শনিবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল আক জাতীয় কর্মশালা। 

National CME cum Hands on Workshop on Basics of Wound Care শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রখ্যাত চিকিৎসকেরা অংশ নেন।

 এদিন এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রারম্ভিক বক্তব্য রাখেন কলেজের সভাপতি মলয় পীট।

 তিনি বলেন যে সামাজিক উন্নয়নের কাজ করতে এসে মেডিকেল কলেজ করার প্রয়োজনীয়তা অনুভব করেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি হয় এবং মানুষকে সুচিকিৎসা পরিষেবা পৌঁছে  দিতে অদূর ভবিষ্যতে এই মেডিকেল কলেজে পিজি শুরু হতে চলেছে।

 তিনি সুস্থ সমাজ গড়তে এবং মানব সম্পদের মানোন্নয়নে সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে আবেদন জানান। 

এদিনের অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ গৌতম নারায়ণ সরকার, অধ্যাপক ডাঃ পার্থসারথি গিরি, অধ্যাপিকা ডাঃ অমৃতা মজুমদার, অধ্যাপক ডাঃ সুমিত সান্যাল, ডাঃ অয়ন গোস্বামী সহ বহু চিকিৎসক অধ্যাপক উপস্থিত ছিলেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ