জলের ভাগ বেশী হলেও পানীয় জলের প্রাচুর্য কিন্তু এত বেশী নয়।
ছোট থেকেই আমরা জানি যে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। জলের ভাগ বেশী হলেও পানীয় জলের প্রাচুর্য কিন্তু এত বেশী নয়।
ভূগর্ভস্থ জলের পরিমাণও কমে আসছে। তাই প্রথম থেকেই সচেতনতা প্রয়োজন।
ছোটদের মধ্যে এই সচেতনতা আনতে জল অপচয় রুখতে শপথ বাক্য পাঠ করানো হল।
জল অপচয় রুখতেও একত্রিত হয়ে শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা। সরকারের পক্ষ থেকেও "জল জীবন মিশন”প্রকল্পের যে উদ্যোগ নেওয়া হয়েছে।
তাকে সামনে রেখেই জল সংরক্ষণ করা এবং জলের অপচয় বন্ধ করার নিয়ে এই সচেতনতামূলক অনুষ্ঠান। পুরুলিয়া জেলার মানবাজার - ১নং ব্লকের পুড়রু গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ