ছাত্রীদের বিশেষভাবে ট্রেনিং দিয়ে কর্মোপযোগী করে তোলার উদ্দেশ্যে |
মানবাজার গভঃ আইটিআই ও নন্দী ফাউন্ডেশান – এর যৌথ উদ্যোগে, Mahindra Pride Classroom-এর পক্ষ থেকে সম্পন্ন হল ছয় দিনের বিশেষ স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিং।
গ্রামীন এলাকার ছাত্রীদের বিশেষভাবে ট্রেনিং দিয়ে কর্মোপযোগী করে তোলার উদ্দেশ্যে এই ট্রেনিং।
Employability Skills এর উপর এই ট্রেনিং গত ৪ঠা সেপ্টেম্বর থেকে আজ ৯ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত হয়।
আজ ট্রেনিং শেষে Mahindra Pride Classroom এর পক্ষ থেকে সমস্ত সফল ছাত্রীদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। আগামী দিনে আরও এই ধরনের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং এর আয়োজন করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে
0 মন্তব্যসমূহ