ডাব বিক্রি করে সংসার চালিয়ে তিন ছেলেমেয়েকে মানুষ করে
ছেন কলকাতার স্বপনবাবু। দীর্ঘ বছর ধরে এই পেশায় থেকে তিনি ছেলে মেয়েকে স্বাবলম্বী করেছেন।
আদতে জয়নগরের বাসিন্দা হলেও দীর্ঘ ২৬বছর ধরে কলকাতার বাসিন্দা স্বাপন বাবু। দীর্ঘ ২১ বছর ধরে ডাব বিক্রির কাজ করে আসছেন তিনি।
করোনার সময় থেকে এই ব্যাবসার সঙ্গে বিকালের দিকে যোগ হয়েছে তেলে ভাজা বিক্রি। স্বপন বাবু প্রতিদিন সকাল থেকে ডাব বিক্রি ও বিকালের পর থেকে সেই সঙ্গে তেলেভাজা বিক্রি করেন।
স্বপন বাবুর তিনি ছেলে মেয়ে স্বাবলম্বী হয়ে এখন সংসার ধর্ম পালন করছে। এখনো হাড়ভাঙা খেটে অন্ন সংস্থান করে স্বপন বাবু আমাদের শিখিয়ে দেন কঠিন পরিশ্রমের বিকল্প নেই।
0 মন্তব্যসমূহ