ছাত্রছাত্রী হোক বা তাদের অভিভাবক সকলেই উদবিঘ্ন এই কারণে।
খবর কাগজ হোক টিভির পর্দা। শিক্ষাঙ্গনে র্যাগিং আজ অপর এক আতঙ্কের নাম। ছাত্রছাত্রী হোক বা তাদের অভিভাবক সকলেই উদবিঘ্ন এই কারণে।
সেই
উদ্বেগের অবসান করতে কঠোর অবস্থান নিয়েছে খয়রাশোল সরকারী আইটিআই।
আজ, কলেজের সকল শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ এবং সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত
করতে একটি অ্যান্টি- র্যাগিং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
এই বৈঠকে কলেজ কতৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিল।
0 মন্তব্যসমূহ