আর তারই ছাপ ফেলছে শিক্ষাঙ্গনের ভিতরেও।
র্যাগিং শব্দটি শুনলেই যেন কেঁপে উঠতে হয়। অথচ আড়ালে আবডালে এই অভ্যেস চোরাগোপ্তা ভাবে চলছেই। আসলে এ তো ক্ষমতারই খেলা।
আর তারই ছাপ ফেলছে শিক্ষাঙ্গনের ভিতরেও। সেখানে একাধিক পড়ুয়ার মজা পাওয়ার চোটেই বিধ্বস্ত হয়ে পড়ছে এক বা একাধিক পড়ুয়ার জীবন, কখনও ঘটছে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও। শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে র্যাগিংয়ের অভ্যাস চারিয়ে যাওয়া নিয়ে বরাবরই আশঙ্কা প্রকাশ করেছেন চিন্তাশীল মানুষেরা।
র্যাগিং আটকাতে বারবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। আর সেই লক্ষ্যেই, বুধবার KALIGUNJ GOVERNMENT ITI এর পক্ষ থেকে একটি ANTI-RAGING AWARENESS সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ANTI-RAGING COMMITTEE গঠন করা হল এবং RAGING এর ভয়াবহতা বা ক্ষতিকর প্রভাব সম্পর্কে নানা ধারনা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হল।
এই সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ গভঃ আইটিআই এর অধ্যক্ষ সাগর বক্সী, কালীগঞ্জ থানার IC দিবাকর বিশ্বাস সহ পুলিশ প্রশাসন থেকে আরো অনেকে। ছিলেন NGO সদস্যরা ও অভিভাবক বৃন্দ।
0 মন্তব্যসমূহ