ভবিষ্যতে রাজ্যের ও বাইরের বিভিন্ন সংস্থায় পড়ুয়ারা কর্মসংস্থানের সুযোগ পাবে।
বীরভূমের খয়রাশোল ব্লকের অবস্থিত খয়রাশোল গভঃ আইটিআই কলেজে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিন ২০২১-২৩ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের উত্তীর্ণ মোট উত্তীর্ণ ৩২২জন পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। শংসাপত্র তুলে দেন কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অতিথিগণ ও শিক্ষক-শিক্ষিকাগণ। এছাড়াও প্রতিটি ট্রেডের কৃতি তিনজন করে পড়ুয়াদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
এদিন কলেজের অধ্যক্ষ বলেন এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে পড়ুয়াদের শিক্ষা দান করা হয় যাতে তারা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। ভবিষ্যতে রাজ্যের ও বাইরের বিভিন্ন সংস্থায় পড়ুয়ারা কর্মসংস্থানের সুযোগ পাবে।
0 মন্তব্যসমূহ