খেলা ও খেলোয়াড়দের উন্নতির জন্য নানা রকম প্রতিযোগিতার আয়োজন |
দেখতে দেখতে ১০৬ বছর অতিক্রান্ত। এলাকা তথা রাজ্যের খেলাধুলার জগতে এক উল্লেখযোগ্য নাম – রাখী সংঘ। ১৯১৭ সালে কলকাতার কালীঘাটের কাছে যাত্রা শুরু রাখী সংঘের। সব ধরণের খেলাধুলার চর্চা হলেও বাস্কেটবল প্রশিক্ষনে তারা উল্লেখযোগ্য ছাপ রেখেছেন।
এখান থেকে প্রশিক্ষণ নিয়ে রাজ্য বা জাতীয় দল ছাড়াও আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা অরজন করেছেন অনেকেই।
রাখী সংঘের ক্রীড়া বিভাগের সম্পাদিকা রত্না ঠাকুর জানান বিগত এক শতাব্দীরও বেশী সময় ধরে তারা শুধু খেলাধুলার উন্নতি নয়, সেই সঙ্গে মানব সম্পদ ও তাদের মানসিক বিকাশের উন্নতি ঘটাচ্ছেন। নিবিড় আত্মিক যোগের জন্য প্রশিক্ষন নেওয়া সকলেই এই ক্লাবকে তাদের দ্বিতীয় বাড়ি বলেই মনে করে।
খেলা ও খেলোয়াড়দের উন্নতির জন্য নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেমন ক্রিকেটের আইপিএল সেভাবেই এইধরনের আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা কবাডি, ফুটবলের মতো খেলায় শুরু হয়ে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এই রকম খেলা বাস্কেটবলে শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই খেলায় নিজের জায়গা পাকা করে নিয়েছে মেঘা সিং।
কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব রাখি সংঘে প্রশিক্ষণ নিয়ে নিজেকে যোগ্য করে তুলেছেন মেঘা। ক্লাবের কোচের পাশাপাশি সিনিয়ার দাদা-দিদিরা তাকে সঠিক প্রশিক্ষণ নিতে সাহায্য করেছে বলেই জানান তিনি।
0 মন্তব্যসমূহ