Hot Posts

8/recent/ticker-posts

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আজ এক উজ্জ্বল দিন।

 দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে সঙ্গে জড়িত এবং ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবার অভিজ্ঞতা 

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আজ এক উজ্জ্বল দিন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন কমিটি থেকে যখন একের পর এক দায়িত্ব ছেড়ে দেওয়া চলছে তখনই বুধবার অন্য উদাহরণ তৈরি হলো। 

শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি, Positive বার্তার এমডি, বহু কলেজের সভাপতি মলয় পীট বুধবার থেকে হুগলী জেলার ব্যান্ডেলে  অবস্থিত মর্ডান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (MIET) কলেজের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন। 

দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে সঙ্গে জড়িত এবং ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবার অভিজ্ঞতা এবং দূরদৃষ্টি সম্পন্ন মলয় বাবু এই কলেজের পরিচালনার দায়িত্ব গ্রহণ করায় উজ্জীবিত এবং আনন্দিত ছাত্র-ছাত্রী এবং শিক্ষানুরাগী মানুষেরা। 

মলয় বাবুর সুযোগ্য পরিচালনায় ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্ষেত্রে পড়াশোনা করে আগামী দিনে স্বনির্ভর হবার রাস্তা প্রশস্ত হবে বলেই মনে করছে ছাত্র-ছাত্রীরা। 

বিশেষত এইসব কোর্স গুলির সঙ্গে মেডিকেল, প্যারামেডিকেল, থ্রিডি ভার্চুয়াল রিয়েলিটি বা মেটাভার্স, টেলিমেডিসিন, টেলি-আইসিইউ, টেলি রেডিওলজি, টেলিপ্যাথলজি সহ বিভিন্ন অত্যাধুনিক বিষয়ের মেলবন্ধন ঘটিয়ে শিক্ষা ক্ষেত্র ও স্বনির্ভরতা আরো উজ্জ্বল হতে চলেছে। 

আগামী দিনে এরকম আরো অনেক পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার মান উন্নয়ন হবে বলেই বিশ্বাস করেন সকলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ