Hot Posts

8/recent/ticker-posts

সুষ্ঠু ভাবে উৎসবের মরশুম পরিচালনা করতে সবুজ পটকা ব্যবহার |

শব্দবাজির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রচারের জন্য বিভিন্ন বাজার কমিটি |


সুষ্ঠু ভাবে উৎসবের মরশুম পরিচালনা করতে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার উদ্যোগে শব্দ দূষণ এড়াতে উৎসবের সময় সবুজ পটকা ব্যবহার করা ও শব্দবাজির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রচারের জন্য বিভিন্ন বাজার কমিটি ও দোকানদারদের সাথে সমন্বয় সভা করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা পুলিশ ধিকারিক কৌশিক বসাক, কেতুগ্রাম থানার আইসি সুমন চ্যাটার্জি, বিডিএমও কেতুগ্রাম-২ ব্লক সৌরভ সাহা, এসআই পুলক মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ