সামর্থ্য মতো কিছু সামাজিক কাজকর্ম করার চেষ্টা
জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী – এগুলো মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় যেখানে নিজের মতো করে একান্তে সময় কাটাতে চান সকলে। তবে এর ব্যতিক্রমও আছে।
যেমন বীরভূমের ইলামবাজারের সাহেব হাজরা। তিনি পেশায় একজন পার্ট টাইম স্কুল টিচার এবং টিউশন টিচার। তিনি এবং তার স্ত্রী শম্পা দেবী প্রতি বছর তাদের বিবাহ বার্ষিকী অন্য রকম ভাবে পালন করেন। এবারও তার ব্যতিক্রম হল না।
এবারো দু’জনে মিলেই তাদের ওই বিশেষ দিন টিকে পালন করার জন্য তাদের সামর্থ্য মতো কিছু সামাজিক কাজকর্ম করার চেষ্টা করলেন। দুস্থ বাচ্চাদের শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য শিক্ষা সহায়ক কিছু সামগ্রী তাদের হাতে তুলে দিলেন দুজনে।
0 মন্তব্যসমূহ