Hot Posts

8/recent/ticker-posts

ঝাড়গ্রাম চিল্কিগড়ে কনক দূর্গা মন্দির।

 
প্রায় ৪৫০-বছরের রাজকাহিনীর আড়ালে এখনো অনেক গল্প বলে চিল্কিগড় কনক দূর্গা মন্দির।

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার,  ঝাড়গ্রাম শহর থেকে ২০ কিমি দূরে ডুলুং নদীর তীরে চিল্কিগড়ে অবস্থিত, কনক দূর্গা মন্দির। 

প্রায় ৪৫০-বছরের রাজকাহিনীর আড়ালে এখনো অনেক গল্প বলে চিল্কিগড় কনক দূর্গা মন্দির।

 সাধারণত উড়িষ্যা ও অনার্য মন্দির চলিতে নির্মিত প্রাচীন এই মন্দির একটি বিষ্ণুমন্দির। 

ভারতের মন্দির শৈলী ও উড়িষ্যার স্থাপত্য রীতি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে প্রাচীন ভগ্ন মন্দিরের মাথায় বিষ্ণুর সুদর্শন চক্র ও ধ্বজা বর্তমান। 

এই শিল্পরীতি শুধুমাত্র ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্দির হিসেবে দেখা যায়। তবুও এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কনক দুর্গা। চারিদিকে ঘন জঙ্গলের মাঝে এই মন্দির এখনো রয়েছে ,

 এবং এখানে দূর দূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য অনেকেই আসেন। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই জায়গা।

ঘন জঙ্গলের মধ্য দিয়ে স্বল্প সময়ের ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ