প্রায় ৪৫০-বছরের রাজকাহিনীর আড়ালে এখনো অনেক গল্প বলে চিল্কিগড় কনক দূর্গা মন্দির।
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার, ঝাড়গ্রাম শহর থেকে ২০ কিমি দূরে ডুলুং নদীর তীরে চিল্কিগড়ে অবস্থিত, কনক দূর্গা মন্দির।
প্রায় ৪৫০-বছরের রাজকাহিনীর আড়ালে এখনো অনেক গল্প বলে চিল্কিগড় কনক দূর্গা মন্দির।
সাধারণত উড়িষ্যা ও অনার্য মন্দির চলিতে নির্মিত প্রাচীন এই মন্দির একটি বিষ্ণুমন্দির।
ভারতের মন্দির শৈলী ও উড়িষ্যার স্থাপত্য রীতি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে প্রাচীন ভগ্ন মন্দিরের মাথায় বিষ্ণুর সুদর্শন চক্র ও ধ্বজা বর্তমান।
এই শিল্পরীতি শুধুমাত্র ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্দির হিসেবে দেখা যায়। তবুও এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কনক দুর্গা। চারিদিকে ঘন জঙ্গলের মাঝে এই মন্দির এখনো রয়েছে ,
এবং এখানে দূর দূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য অনেকেই আসেন। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই জায়গা।
ঘন জঙ্গলের মধ্য দিয়ে স্বল্প সময়ের ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়।
0 মন্তব্যসমূহ