Hot Posts

8/recent/ticker-posts

আজ থেকে প্রায় দীর্ঘ ১৮বছর আগে এই নার্সারী শুরু

 লাল মাটির বীরভূমে সবুজের সমারোহ।


লাল মাটির বীরভূমে সবুজের সমারোহ। বীরভূম জেলার শেষ প্রান্তে খয়রাশোল ব্লকের খয়রাশোল গভর্নমেন্ট আইটিআই এর কাছে প্রত্যন্ত গ্রাম নাকরাকোনদায় অবস্থিত পূজা নার্সারী। এই নার্সারীর কর্ণধার রামকৃষ্ণ পাল। 

আজ থেকে প্রায় দীর্ঘ ১৮বছর আগে উনি এই নার্সারী শুরু করেছিলেন। 

এই দীর্ঘ সময় কালে বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মখীন হওয়া সত্বেও উনি নিজের ইচ্ছেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। সেই ছোট নার্সারী এখন বিশাল আকার নিয়েছে। 


ওনার অক্লান্ত পরিশ্রম ও পজিটিভ এনার্জির কারণেই আজ এই সাফল্য উনি অর্জন করতে পেরেছেন। কোনো রকম সোশ্যাল মিডিয়া প্রচার বা গুগল সার্চ ছাড়াই শুধু মাত্র লোক মুখে প্রচারে এই নার্সারী আজ বহুল পরিচিত। অনেক দুর দূরান্ত থেকে মানুষ আসেন ও পছন্দমত গাছ এর চারা সংগ্রহ করেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ