মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
উওর ২৪ পরগণা জেলার অন্তর্গত বনগাঁ কালুপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত উনাই নেতাজী সেবা প্রতিষ্ঠান। সারাবছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্যে কাজ করে চলেন।
গতকাল প্রতিষ্ঠানের ২০তম জন্মদিন উপলক্ষ্যে চারদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উনাই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
খেলায় অংশগ্রহণ করেছিল আঙরইল উচ্চ বিদ্যালয়, কালুপুর পাঁচপোতা হাইস্কুল, দত্তপুকুর নিবাধুই বালিকা বিদ্যালয় ও গাড়াপোতা বালিকা বিদ্যালয়।
বিজয়ী হয় দত্তপুকুর নিবাধুই বালিকা বিদ্যালয়।



0 মন্তব্যসমূহ