কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মদিন ২৯ জুলাই। তিনি ১৯০৫ সালের ২৯ আগস্ট উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণ করেন। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে অলিম্পিক গেমসে ভারতকে হকিতে স্বর্ণপদক এনে দেন।
তিনি তার ক্যারিয়ারে মোট ৫৭০টি গোল করেন। তাকে ১৯৫৬ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। তার জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১২ সালে।
এই দিনটিকে স্মরণ করে বোলপুরের ১৫নম্বর ওয়ার্ডে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই মিনি ম্যারাথনে এলাকাবাসী ও ক্রীড়া প্রেমীরা অংশ নেন।



0 মন্তব্যসমূহ