Hot Posts

8/recent/ticker-posts

আগামী ৫ই সেপ্টেম্বর, ডঃ চন্দন মিশ্রের হাতে, তুলে দেবেন জাতীয় শিক্ষকের , দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুরমু।

 আগামী ৫ই সেপ্টেম্বর, ডঃ চন্দন মিশ্রের হাতে, তুলে দেবেন জাতীয় শিক্ষকের , দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুরমু। 


আগামী ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন, নতুন দিল্লীতে রঘুনাথপুরের ডঃ চন্দন মিশ্রের হাতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুরমু। 

২০২৩ সালে পশ্চিমবঙ্গ থেকে জাতীয় শিক্ষকের পুরস্কার পাচ্ছেন হাওড়ার রঘুনাথপুরের নফর একাডেমির শিক্ষক প্রধান শিক্ষক ডঃ চন্দন মিশ্র। আগামী ৫ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের দিন তিনি এই পুরস্কার পেতে চলেছেন। 

তার এই পুরস্কার প্রাপ্তিতে খুশির জোয়ার জেলা জুড়ে। তার স্কুল কতৃপক্ষ ও ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই শুভেচ্ছা আর শ্রদ্ধা জানিয়েছে তাদের প্রিয় শিক্ষককে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ