পূর্ব বর্ধমান জেলা নানা প্রান্তে তার সুনাম
গাছের শিকড়ের মতই ছড়িয়ে পড়েছে বহু জায়গায়।
পূর্বস্থলী রেল স্টেশনের কাছে অবস্থিত চারু নার্সারি এখন শুধু পূর্বস্থলী নয়, সমগ্র পূর্ব বর্ধমান জেলা নানা প্রান্তে তার সুনাম বিস্তৃত করেছে।
এই নার্সারিতে যেমন রয়েছে বিভিন্ন দেশি ও বিদেশী আমের গাছ, ঠিক তেমনি রকমারি ফুলের সমাহার। প্রায় ১০ বিঘে জমির উপর অবস্থিত এই নার্সারী যেমন অনেক মানুষের কর্মসংস্থানে জায়গা, ঠিক তেমনি মালিক ও কর্তৃপক্ষের ব্যবহার আকৃষ্ট করে সকলকে।
নার্সারি মালিক দেবাশীষ ভট্টাচার্য জানান যে নার্সারি থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন চারা গাছ রপ্তানি যায়।
0 মন্তব্যসমূহ