fire extinguisher কীভাবে ব্যবহার করতে হয়, কী কী ধরণের
কালচিনি গভঃ আইটিআই-তে আজ fire extinguisher ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি দেন কালচিনি ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। প্রশিক্ষণে আইটিআই-র সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে fire extinguisher কীভাবে ব্যবহার করতে হয়, কী কী ধরণের fire extinguisher রয়েছে,
কোন ধরনের অগ্নিকাণ্ডের জন্য কোন ধরনের fire extinguisher ব্যবহার করতে হয়,
fire extinguisher ব্যবহারের সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হয়, ইত্যাদি সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
প্রশিক্ষণে ছাত্রছাত্রীরা fire extinguisher ব্যবহারের সঠিক পদ্ধতি অনুশীলন করে দেখেন। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা বলেন, fire extinguisher একটি গুরুত্বপূর্ণ অগ্নিনির্বাপক সরঞ্জাম। অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও সঠিকভাবে এটির ব্যবহার করতে পারলে অনেক বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাই প্রত্যেকেরই fire extinguisher ব্যবহারের সঠিক পদ্ধতি জানা উচিত।
0 মন্তব্যসমূহ