Hot Posts

8/recent/ticker-posts

পেট্রপণ্যের দাম বৃদ্ধি হলেও পরিবহণের খরচ কমাতে হবে।

 রাজ্যে ‘ইলেকট্রিক ভেহিকলস’ চালানোর উপর জোর দিচ্ছে পরিবহণ দফতর।

রাজ্য সরকার বৈদ্যুতিক গাড়ি ভাড়া নেবে, সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো পরিবহণ দফতর। পরিবেশ দূষণ রুখতে হবে। পেট্রপণ্যের দাম বৃদ্ধি হলেও পরিবহণের খরচ কমাতে হবে। 

এমনই ভাবনা রাজ্য সরকারের। তাইই  রাজ্যে ‘ইলেকট্রিক ভেহিকলস’ চালানোর উপর জোর দিচ্ছে পরিবহণ দফতর। এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক কর্তাব্যক্তিদের জন্য বৈদ্যুতিক চালিত গাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

এমনকী এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। পরিবহণ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এবার থেকে প্রশাসনের সব স্তরের অফিসারদের জন্য বৈদ্যুতিক গাড়ি ভাড়া নিতে হবে। নতুন দরও ঠিক করা হয়েছে। 

এই বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য রাজ্য সরকার নির্দিষ্ট পরিমান একটা অর্থ দেবে প্রথম ১০০ কিমি যাতায়াতের জন্য তারপর গাড়ি যত কিমি চলবে তখন প্রতি কিমি পিছু ৮ টাকা করে দেওয়া হবে। নতুন বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে ভাড়া নেবে পরিবহণ দফতর। আর পেট্রল–ডিজেল গাড়ি ভাড়া নিতে অনুমোদন লাগবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ