২০বছর পর বাড়িতে ফিরলেন ‘মৃত’ যদুনাথ বাবু।
স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দুই দশক পর সুদূর মুম্বাই থেকে পূর্ব বর্ধমান জেলায় নিজের বাড়ি ফিরলেন ৪১-বছরের যদুনাথ খাঁ।
প্রাথমিক বিস্ময়ের ধাক্কা সামলিয়ে উচ্ছাসে মেতেছে গ্রাম।
মঙ্গলকোটে ২০ বছর পর বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া যদুনাথ খাঁ (৪১)। কয়েকদিন আগেই তিনি মুম্বই থেকে গ্রামে ফেরেন৷ জানা গেছে সেখানকার এক বেসরকারি সংস্থার আশ্রমে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন৷
কিছুটা সুস্থ হতেই তাঁর স্মৃতি ফেরে যদুনাথ বাবুর৷ পারিবারিক সুত্রে জানা গেছে যখন তিনি বাড়ী থেকে হারিয়ে যান তখন তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন।
যদুনাথের দাদা রঘুনাথ খাঁ জানান, নিখোঁজ হওয়ার কয়েক মাস আগে থেকে ভাই মানসিক সমস্যায় ভুগছিল। নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশের কাছে নিখোঁজ ডাইরি করা হয়।
টানা দুই বছর ধরে নিজেরাও অনেক খুঁজেছি। কিন্তু কোথাও হদিস পাইনি। তারা নিজেরাও ভাবতে পারেন নি যে তাদের বাড়ির লোক আবার ফিরে আসবে।
নিরুদ্দেশ হওয়ার পর দীর্ঘ কুড়িটা বছর পেড়িয়ে যাওয়ায় পরিবার তথা গ্রামের লোকেরা সব আশাই ছেড়ে দিয়েছিলেন। তারা ধরেই নিয়েছিলেন সে আর কোনোদিনই বাড়ি ফিরবে না।
তাকে মৃত ধরে নিয়ে তার পারলৌকিক কাজও হয়েছে। আর তারপরেই কার্যত সবাইকে চমকে দিয়ে কুড়ি বছর পর আবার তিনি ফিরে আসায় সবাই খুশি৷
রঘুনাথ জানিয়েছেন তাদের মা অনেক আগেই মারা যান। আর ভাই যদুনাথ বছর কুড়ি আগে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার কয়েকমাস পরেই মারা যান তাঁর বাবা।
যদুনাথও দিনমজুরের কাজ করতেন। তিনি বিবাহিত। এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে হাসির যখন মাত্র কয়েকমাস বয়স তখন একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান যদুনাথ।
স্ত্রী লক্ষীদেবী তারপর থেকেই সন্তানদের নিয়ে বাপেরবাড়িতে চলে যান।
এদিকে যদুনাথকে মুম্বাইয়ে রাস্তা থেকে উদ্ধার করার পর একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের আশ্রমে আশ্রয় দেয়। সেখানে ওই সংস্থা তার চিকিৎসাও করায়।
তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন যদুনাথ। নিজের নাম ঠিকানা সবই ঠিকঠাক জানান তিনি। এরপর নিজেই বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করলে তাকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা সোমবার বাড়িতে পৌছে দিয়ে যান বলে জানান রঘুনাথ।
বাড়ির ঠিকানা তিনিই ওই সংস্থার প্রতিনিধিদের জানান।
0 মন্তব্যসমূহ