রাজ্যের লোকসংস্কৃতির প্রসার ও বিকাশের লক্ষ্যে বিভিন্ন সময়ে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজ্যের লোকসংস্কৃতির প্রসার ও বিকাশের লক্ষ্যে বিভিন্ন সময়ে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ভিত্তিক এক একটি লোকসংস্কৃতির ধারাকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে নতুন প্রজন্মকে এই লোকসংস্কৃতির ধারা নিয়ে সচেতন ও আগ্রহী করে তোলা যায়।
পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়, মানভূম কালচারাল আকাদেমির পরিচালনায় পুরুলিয়ার রবীন্দ্রভবনে আজ থেকে শুরু হলো দুই দিনব্যাপী ছৌ-নাচের কর্মশালা।
এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী।
এই অনুষ্ঠানে ছৌ-নাচ প্রসঙ্গে বক্তব্য রাখেন মানভূম কালচারাল একাডেমীর সভাপতি হংসেশ্বর মাহাতো। এদিন ছৌ নৃত্য পরিবেশন করেন বিখ্যাত শিল্পী কার্তিক সিং মুড়া। এছাড়াও 'ছৌ- র নামকরণ, প্রকারভেদ ও বিস্তার', 'পুরুলিয়া ছৌ-এর উৎস সন্ধান', ' বিবর্তনের ধারায় ছৌ', 'পৌরাণিক ও লৌকিক প্রভাব' প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা।
0 মন্তব্যসমূহ