Hot Posts

8/recent/ticker-posts

ব্যাবসায়িক লক্ষ্যে এর চাষ সারাবছর করা যেতে পারে |

 পেঁপের অধিক গুনাগুন, এই ফলকে অন্য অনেক ফলের থেকে এগিয়ে রেখেছে | 


পেঁপে এক অতি উপকারী সবজি তথা ফল | সারাবছরই এর বাজারে চাহিদা থাকে | তাই, ব্যাবসায়িক লক্ষ্যে এর চাষ সারাবছর করা যেতে পারে | 

পেঁপের অধিক গুনাগুন, এই ফলকে অন্য অনেক ফলের থেকে এগিয়ে রেখেছে | তাই, পেঁপের চাষাবাদে কৃষকরা আর্থিক দিক থেকেও লাভবান হয়ে থাকে |

 বেলে দোঁয়াশ বা দোঁয়াশ মাটির উঁচু জায়গা, নিকাশির ভাল বন্দোবস্ত আছে এমন জায়গায় পেঁপে চাষ করা যায়।

 নিয়মিত জলের প্রয়োজন হলেও জল যাতে না দাঁড়ায়, সেদিকে নজর রাখতে হবে। 

সময় মতো চাষের যত্ন ও সারের প্রয়োগ প্রয়োজন। নদীয়া জেলার তেহট্ট-২ ব্লকের কৃষক প্রভাত কুমার পোদ্দার তার প্রায় ৩ বিঘে জমিতে এই পেঁপে চাষ করে ভালো অর্থ উপার্জন করছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ