বুধবার দিনহাটা ITI কলেজ এ অনুষ্ঠিত হয় অ্যান্টি র্যাগিং ক্যাম্পেন।
শিক্ষা ক্ষেত্র হোক বা কর্মক্ষেত্র – র্যাগিং ব্যক্তিগত স্বাধীনতা হরণের চেষ্টা। নতুনের সাথে পরিচয়ের নামে বন্ধ হোক র্যাগিং। বুধবার দিনহাটা ITI কলেজ এ অনুষ্ঠিত হয় অ্যান্টি র্যাগিং ক্যাম্পেন।
এই গুরুত্বপূর্ণ আলোচনায় পড়ুয়াদের কাছে র্যাগিং –এর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
কার্যত বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত ঘটে চলা এই র্যাগিং এর কারণে প্রত্যেক বছর বহু প্রাণহানির ঘটনা ঘটে।
এদিন অ্যান্টি র্যাগিং ক্যাম্পেনে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা শাসক ডঃ রেহানা বাসির, স্থানীয় থানার সাব ইন্সপেক্টর দেবাশিস রায়, দিনহাটা ITI কলেজ এর প্রিন্সিপাল অভিজিৎ মাহাতো সহ অনান্যরা।
0 মন্তব্যসমূহ