Hot Posts

8/recent/ticker-posts

বিকল্প চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন কৃষকেরা।

দোআঁশ থেকে ভারী এটেল মাটি অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই চাষ ভালো হয়।


 বিকল্প চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন কৃষকেরা। এই চাষের মধ্যে অন্যতম শসা চাষ। কারণ আমাদের খ্যাদাভাস হোক বা অন্য প্রয়োজন – সারা বছর ধরে বাজারে শসার চাহিদা থাকে। 

কালচিনি গভঃ আইটিআই কলেজের কাছেই এমন চাষ করছেন ভোম্বল বর্মন।

 দোআঁশ থেকে ভারী এটেল মাটি অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই চাষ ভালো হয়।

 চাষের জন্য প্রথমে বীজ রোপণ করতে হয়। যেখানে বৃষ্টির জল দাড়াবে না এবং সব সময় আলো বাতাস পায় অর্থাৎ ছায়া মুক্ত হতে হবে। 

শসা এর জন্য সার খুবই প্রয়োজনীয়। সারের পরিমান মাটির উর্বরতার উপর নির্ভর করে। ভোম্বল বর্মন জানান এ বছর শসা চাষ করে ভালো লাভবান হচ্ছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ