Hot Posts

8/recent/ticker-posts

পুরুলিয়া পুরসভার বাসিন্দারাও এই জল প্রকল্পের সুবিধা |

 মানবাজারের জামদায় JICA জল প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা।


পুরুলিয়ার পাঁচটি ব্লকে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরাবরাহের জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে। 

এই সুবৃহৎ জল প্রকল্পের জন্য ১২৯৬ কোটি ২৫ লক্ষ টাকা খরচ হবে ধরা হয়। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) ঋণ ৮৯৮.৬ কোটি টাকা দেবার কথা ঘোষণা করে। বাকী টাকার ২৯৭.৯৯ কোটি টাকা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ১০৯.২০ কোটি টাকা দেবার কথা। 

এই প্রকল্পে পুরুলিয়ার মানবাজার-১, বরাবাজার, পুঞ্চা, পুরুলিয়া-১ এবং আরসা ব্লকের ৪৬০টি মৌজা উপকৃত হবে। এছাড়া পুরুলিয়া পুরসভার বাসিন্দারাও এই জল প্রকল্পের সুবিধা পাবেন। সব মিলিয়ে দৈনিক ৮ লক্ষ ১৬ হাজার ৭৭০ জন মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন। 

এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ৮০ হাজার ৩২৫টি বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া হবে। এদিন মানবাজারের জামদায় JICA জল প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা। সঙ্গে ছিলেন মানবাজারের মহকুমা শাসক অনুজ প্রতাপ সিং ও মানবাজার -১ নং ব্লকের বিডিও মনোজ কুমার পাহাড়ি সহ অনান্য আধিকারিকেরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ