Hot Posts

8/recent/ticker-posts

শিক্ষাঙ্গনে র‍্যাগিং আজ এক জ্বলন্ত সমস্যা।

আইনত র‍্যাগিং এক বড় অপরাধ। রাগিং-এর বিরুদ্ধে প্রতিরোধ

 

শিক্ষাঙ্গনে র‍্যাগিং আজ এক জ্বলন্ত সমস্যা। 

আইনত র‍্যাগিং এক বড় অপরাধ। রাগিং-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এদিন দুবরাজপুর গভঃ আই টি আই এ ANTI- RAGGING  Awareness  সভার আয়োজন করা হয়। 


এই সংক্রান্ত একটি কমিটি গঠন করে সকলের মধ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। 

এই সভায় উপস্থিত ছিলেন   দুবরাজপুর ব্লক এর পঞ্চায়েত ডেভলপমেন্ট অফিসার স্বর্ণদিপ দত্ত, দুবরাজপুর থানার এএসআই(ASI) বিশ্বজিৎ মাল, প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি অভীক মিশ্র সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ