Hot Posts

8/recent/ticker-posts

অর্থনৈতিক স্বনির্ভরতায় মেয়েদের নার্সিং ট্রেনিং |

শিক্ষা জাতির মেরুদন্ড।



শিক্ষা জাতির মেরুদন্ড। অর্থনৈতিক স্বনির্ভরতায় মেয়েদের নার্সিং ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স করা যায়।


 সফলতার সঙ্গে এই কোর্স করে বেসরকারী বা সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে সহজেই চাকরি পাওয়া যায়। 


এদিন বীরভূমের আলুন্দা উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রীরা এসেছিল সিউড়ীর দত্তপুকুরে অবস্থিত শান্তিনিকেতন নার্সিং ইন্সটিটিউটে। 


এদিন তাদের নার্সিং কোর্স ও কি ভাবে তারা এই পেশায় নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে সে নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।

Contact: 8483005746

WhatsApp Group Education Help


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ