Hot Posts

8/recent/ticker-posts

ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের ২০৪ তম জন্ম জয়ন্তীতে উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি ||

আদর্শ শিক্ষক, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ এবং বর্ণ পরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের ২০৪ তম জন্ম জয়ন্তীতে উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, 


বিদ‍্যাসাগর স্মরণ ও অবসর প্রাপ্ত শিক্ষক - শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়ার মানবাজারে। আদর্শ শিক্ষক, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ এবং বর্ণ পরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের ২০৪ তম জন্ম জয়ন্তীতে উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রভাত ফেরি, অবসর প্রাপ্ত শিক্ষক - শিক্ষিকা সম্মাননা জ্ঞাপন,  আলোচনা চক্র  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়ার মানবাজার কমিউনিটি হলে। 

মানবাজার-১নং চক্রের উদ‍্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মানবাজার মহকুমার মহকুমা শাসক অনুজ প্রতাপ সিংহ। 


উদ্বোধক সহ সমবেত  অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলন এবং বিদ‍্যাসাগরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদনের পর ৪ জন অবসর প্রাপ্ত শিক্ষক - শিক্ষিকাকে সম্মাননা জ্ঞাপন করা হয়।  

বিদ‍্যাসাগর বিষয়ক আলোচনা করেন জেলা বিদ‍্যালয় পরিদর্শক (প্রাথমিক) ড. প্রলয়েন্দু ভৌমিক, মানবাজার মহকুমার মহকুমা পুলিস আধিকারিক বরুণ বৈদ‍্য, মানবাজার ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি সহ আরও অনেকে। অনুষ্ঠানে সহকারী বিদ‍্যালয় পরিদর্শক অসিত মন্ডল সহ চক্রের সমস্ত শিক্শক - শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

এ দিনের অনুষ্ঠানে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সাধুচরণ গোপ মন্ডল, সহকারী শিক্ষিকা বন্দনা দাসী, রীনা রায় ও সহকারী শিক্ষক বাসুদেব মন্ডলকে বিদায় সম্মাননা জ্ঞাপন করা হয়।  শিক্ষক - শিক্ষিকাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন সমগ্র  অনুষ্ঠানে ভিন্নতর মাত্রা সৃষ্টি করেছিল। চক্রের উদ‍্যোগে প্রকাশিত  'মাইলস্টোন  ' নামের দেওয়াল পত্রিকাটি প্রকাশ করেন জেলা বিদ‍্যালয় পরিদর্শক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ